Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তমদ্দুন মজলিসের আলোচনা সভায় বক্তারা

| প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রোহিঙ্গারাও মানুষ তাদের প্রতি সহানুভূতি দেখানো প্রয়োজন
স্টাফ রিপোর্টার : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর সে দেশের সেনাবাহিনী নির্মম বর্বরতা চালাচ্ছে। এ বর্বরতার শিকার হয়ে রোহিঙ্গা মুসলমানরা পালিয়ে বাংলাদেশ সীমান্তে অবস্থান করছে। তাদের হাহাকার হৃদয় ছুঁয়ে যায়। খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বিশুদ্ধ পানির অভাবে তাদের জীবন সংকীর্ণ হয়ে আসছে। রোহিঙ্গারা শুধু মুসলমান-ই নয় তারা মানুষ। তাই মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ থেকে তাদের প্রতি সহানুভূতি দেখানো প্রয়োজন।
গত শনিবার বিকেলে তমদ্দুন মজলিসের ঢাকা মহানগর কার্যালয়ে ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিসের উদ্যোগে আয়োজিত ‘রোহিঙ্গা সঙ্কট আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বক্তারা আরও রোহিঙ্গা মুসলমানদের ১৭৬টি গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে। হাজার হাজার নারী পুরুষ ও শিশুকে হত্যা করা হয়েছে। অসংখ্য যুবতী নারীদের ধর্ষণ করা হচ্ছে। এই জঘন্য কাজ অচিরেই বন্ধ করে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার আহŸান জানানো হয়। এবং রোহিঙ্গাদের পাশে শক্তিশালী দেশগুলোকে এগিয়ে আসার আহŸান জানান।
সংগঠনের সভাপতি ড. মুহাম্মদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রখ্যাত ভাষাসৈনিক অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দীন খান, এরতাজ আলম, সংগঠনের মহানগর সভাপতি এম এ হান্নান, কবি ম. মিজানুর রহমান, কবি শাহ সিদদিক, এমদাদুল হক চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ