Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা শরণার্থী শিবিরে গণস্বাস্থ্য মেডিক্যাল টিম

| প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গত ২৮ আগষ্ট গণস্বাস্থ্য কেন্দ্র রোহিঙ্গা শরনার্থী শিবিরে স্বাস্থ্য সেবা শুরু করে। মিয়ানমারের সহিংসতায় আগত রোহিঙ্গাদের মানবিক এই দূর্যোগে গণস্বাস্থ্য কেন্দ্রের ৪ টি অস্থায়ী মেডিকেল ক্যাম্প কুতুপালং ,বালুখালি ও পুটিবনিয়া রাইক্ষ্যং দূর্গম পাহাড়ে রোহিঙ্গা শিবিরে প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি প্রসূতি সেবা এবং প্রসব কার্যক্রম চালু আছে। গত ৭ সেপ্টেম্বর এক মহিলার জমজ দুটি ছেলে বাচ্চা প্রসব করান গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টিম, যার মধ্যে একটি বাচ্চা মৃত ও একটি বাচ্চা সুস্থ আছে। মায়ের নাম রেহেনা বেগম এবং বাবার নাম পেঠান আলী, তাদের এটা দ্বিতীয় বাচ্চা তারা ২দিন আগে মংডু থেকে পালিয়ে এই শিবিরে আশ্রয় নেয়। অন্যান্য ক্যাম্পে এই পর্যন্ত ৫টি স্বাভাবিক প্রসব করানো হয়। মা ও বাচ্চাকে সহযোগিতা করার পাশাপাশি পাহাড়ে আশ্রয় নেয়া শরনার্থীদের মধ্যে ৪৯৬ জন গর্ভবতী এবং ৪৬৭ জন নবজাতক চিহ্নিতকরন ও প্রথমিক চিকিৎসার পাশাপাশি মায়ের পুষ্টিকর খাদ্য ও অন্যান্য ওষুধ, সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। এ পর্যন্ত গণস্বাস্থ্য কেন্দ্রের ৪ টি অস্থায়ী মেডিকেল ক্যাম্পে সর্বমোট ১৩,৭৭৭ জন শরনার্থীর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করছে, যার মধ্যে উল্লেখযোগ্য শিশু (১০ বছরের নিচে) সংখ্যা ৪২৬০ জন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ