Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারখানার অপরিশোধিত পানিতে শতাধিক বিঘা জমির ফসল উৎপাদন বন্ধ

| প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে কারখানার কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত পানি অবাধে ছেড়ে দেয়ায় শতাধিক বিঘা জমির ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে প্রায় অর্ধশত কৃষক পরিবার ফসলী জমি থাকা সত্বেও ধান উৎপাদন করতে না পেরে মানবেতর জীবন যাপন করছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের পক্ষে আফছার উদ্দিন বাদী হয়ে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সরেজমিনে দেখা যায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর এলাকার আরএকে সিরামিক্স ও আরএকে ফার্মাসিটিক্যালস কারখানার বিষাক্ত পানি ওই এলাকায় অবাধে ছেড়ে দেয়া হচ্ছে। বিরতিহীন ভাবে কারখানার বিষাক্ত পানি ফসলী জমিতে আসার ফলে ফসল উৎপাদনতো দূরের কথা পানিতে নামলেই পঁচন ধরে যায়। দুটি কারখানার অপরিশোধিত বিষাক্ত পানি ফরিদপুর এলাকার প্রায় অর্ধশতাধিক কৃষক পরিবারের শতাধিক বিঘা ধানের ফসলী জমি নষ্ট করে দিয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার পানি বন্ধের জন্য অনুরোধ করলেও কর্তৃপক্ষ গা উজার করে থাকেন। কৃষক আব্দুল খালেক কান্না জড়িত কন্ঠে বলেন, তার দুই ফসলী ৩ বিঘা জমি ছিল, সম্পূর্ন জমিতে কারখানার নষ্ট পানি থাকায় ধান উৎপাদন বন্ধ হয়ে গেছে। জমি থাকলেও সে এখন চাল কিনে খায়।
এদিকে এলাকাবাসী জানায়, প্রতি বিঘা জমিতে প্রতি বছর দুইবার ফসল করা যেত। প্রতি বিঘা জমিতে কমপক্ষে ২৫ মন করে ধান উৎপন্ন হতো। গত দুই বছর আগে কৃষকদের ক্ষতির দিকে তাকিয়ে কারখানা কর্তৃপক্ষ বিঘা প্রতি ২৫ হাজার টাকা করে বাৎসরিক ক্ষতিপূরন দিয়েছিল। কিন্তু এক বছর পর ক্ষতিপূরন দেওয়াও বন্ধ করে দেয়। এদিকে বিষাক্ত পানিতে কয়েক কৃষক পরিবারের লোকজনের হাতে পায়ে ঘা সহ পঁচন ধরেছে। পানির বিষক্রিয়ায় মাছও মারা যাচ্ছে। এ ব্যাপারে কারখানার জেনারেল ম্যানেজার মাহবুবুর রহমানের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি বিষয়টি এঁিড়য়ে যান। উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার জানান, কৃষকদের অভিযোগের বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজাকে সমাধানের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাসুম রেজা জানান, কারখানার কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে, আগামী ২০ তারিখে শুনানি হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ