Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবনূর ও আমার ডির্ভোস হয়নি-অনিক মাহমুদ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শাবনূর ও তার স্বামী অনিক মাহমুদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন। এই আলাদা থাকাকে কেন্দ্র করে গুঞ্জণ উঠেছে, তাদের ডিভোর্স হয়ে গেছে। তবে এ গুঞ্জণ পুরোপুরি অস্বীকার করেছেন অনিক মাহমুদ। সম্প্রতি তিনি একটি অনলাইন পত্রিকার সাথে কথা বলতে গিয়ে বলেন, ডিভোর্সের চিন্তা আমি বা শাবনূর কেউ কখনো করি না। আমরা খুব ভালো আছি। আমি নিজেও দুই বছর ধরেই শুনছি যে আমার আর শাবনূরের ডিভোর্স হচ্ছে। তবে এ ধরনের গুঞ্জণ ভিত্তিহীন। শাবনূরের সঙ্গে ডিভোর্সের প্রশ্নই ওঠে না। শাবনূর আমার সন্তানের মা। ওকে আমি অনেক ভালোবাসি। আপনাদের দুজনকে মিডিয়ার সামনে একসঙ্গে কম দেখা যায় কেন? এমন প্রশ্নের জবাবে অনিক বলেন, আমাকে ব্যবসার কাজে প্রায়ই দেশের বাইরে থাকতে হয়। এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আমি দেশের বাইরে ছিলাম। অন্যদিকে শাবনূরকেও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। মিডিয়ার সামনে আমরা একসঙ্গে না আসলেও ঘরোয়া বিভিন্ন অনুষ্ঠানে আমরা একসঙ্গেই যাই। এটা শাবনূর ও আমার বন্ধু-বান্ধবদের কাছে খোঁজ নিলেই জানতে পারবেন। তবে আমরা দুজন মান্না উৎসবে প্রথমবার কোনো মঞ্চে একসঙ্গে পারফরম করেছিলাম। আমরা যেন সারা জীবন একসঙ্গে থাকতে পারি এই দোয়া করবেন সবাই। উল্লেখ্য, ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করার সময় অনিকের সঙ্গে বিয়ে হয়। ২০১১ সালের ৬ ডিসেম্বর অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয়। এরপর ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন তারা। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আইজান নিহান নামে পুত্র সন্তানের মা হন শাবনূর। শাবনূর এখন পুত্র আইজানকে নিয়ে তার ইস্কাটনস্থ নিজ বাসভবনেই বসবাস করছেন।



 

Show all comments
  • পারভেজ ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:২৩ পিএম says : 0
    দৈনিক ইনকিলাবকে ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • ৯ আগস্ট, ২০১৮, ২:৪৬ পিএম says : 0
    দারুন জুটি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ