প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
লেজার ভিশনের আয়োজনে রবীন্দ্রনাথের গান নিয়ে শিল্পী ছায়া কর্মকারের অ্যালবাম ‘বাদল শেষে ফাগুন হাওয়া’ প্রকাশিত হয়েছে। এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় যাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাসানুজ্জামান কল্লোলসহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। ছায়া কর্মকারের রবীন্দ্রনাথের গানের এটি তৃতীয় একক অ্যালবাম। অ্যালবামটিতে রবীন্দ্রনাথের চারটি বর্ষার গান ও চারটি বসন্তের গানসহ মোট ৮টি গান রয়েছে। অ্যালবামটির সংগীত আয়োজন করেছেন বিনোদ রায়। ছায়া কর্মকার বলেন, অনেকদিন পর পূজকে সামনে রেখে অ্যালবামটির গানগুলো করেছি। আশা করি, গানগুলো রবীন্দ্রভক্ত শ্রোতাদের কাছে ভালো লাগবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।