রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : ভুরুঙ্গামারীর দিয়াডাঙ্গা সীমান্তে একই পরিবারের ৪ রোহিঙ্গা সদস্যকে আটক করেছে এলাকাবাসী। আটককৃতরা হলেন, আবুল কালাম (৩০), তার স্ত্রী সফিকা বেগম (২০) এবং মেয়ে রোজিনা (৪) ও রোকেয়া (২)। এরা মংলু থানার তাড়াশু গ্রামের বাসিন্দা। সফিকা জানিয়েছে, প্রায় ৩ মাস আগে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে বিভিন্ন জায়গায় ঘুরেঘুরে উপজেলা সদরের বাসষ্ট্যান্ডের জনৈক মজির উদ্দিন হাজীর বাড়িতে আশ্রয় নেয়। শুক্রবার রাতে তারা ভারতীয় সীমান্তবর্তী দিয়াডাঙ্গা গ্রামে জনৈক মাহবুবের বাড়িতে বেড়াতে গেলে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। আবুল কালাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে বলে তার স্ত্রী জানিয়েছে। এলাকাবাসীর ধারনা ভারতে অনুপ্রভেশের উদ্দেশ্যেই তারা সীমান্তে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।