Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাই প্রবাসী পুত্রকে আনতে গিয়ে লাশ হলেন পিতা

রাউজান উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ৫:৫৮ পিএম

দুবাই প্রবাসী পুত্রকে আনতে গিয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় রাউজানের এক পিতার মৃত্যু হয়েছে। ১৭ সেপ্টেম্বর রোববার সকালে চট্টগ্রাম শহরের পতেঙ্গা থানাধীন বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম কালু (৬৫)। তিনি উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তরসর্তা ১নং ওয়ার্ডের নুরুল আলম তালুকদার বাড়ীর প্রবাসী ওসমানের পিতা। জানাযায়, নিহত নুরুল ইসলাম দুবাই প্রবাসী বড় ছেলে ওসমানকে নিয়ে রোববার সকালে চট্টগ্রামের পতেঙ্গা সড়কে সিএনজি অটো রিকশায় করে বাড়ী ফিরছিলেন। এসময় বিমানবন্দর সড়কের কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির সামনে একটি বাস এসে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ঘঁনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, দুবাই প্রবাসী পুত্র ওসমান এক বছর পর দেশে ফেরেন। নিহত নুরুল ইসলামের ৩ ছেলে ও ২ কণ্যা রয়েছে বলে জানা গেছে।



 

Show all comments
  • আবুল কাশেম ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ৮:১৪ পিএম says : 0
    শিক্ষকদের প্রাইভেট, কোচিং বন্দ্বে আইন হবে,ডাক্তারদের প্রাইভেট চেম্বার বন্দ্বে আইন হবে না, এ কেমন নীতি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ