Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাখাইনে সহিংসতায় ১০ হাজার রোহিঙ্গা নিহত!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ৩:১৫ পিএম

মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক সহিংসতায় প্রাণ গেছে ৫ থেকে ১০ হাজার রোহিঙ্গার। এমন দাবি, যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের সদস্য নাজির আহমেদের।
প্রায় একই কথা বলছেন, রোহিঙ্গা নেতা তুন কিন। তিনি জানান, মিয়ানমার সেনাবাহিনীর হাতে যে ৫ হাজার রোহিঙ্গা নিহত হয়েছে, এটি নিশ্চিত। জ্বালিয়ে দেয়া হয়েছে, ৩০ হাজার ঘরবাড়ি। এছাড়া বন-জঙ্গলে পালিয়ে থেকে ক্ষুধা-তৃষ্ণায় মরছেন অনেকে। গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে তারা এ অভিমত ব্যক্ত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ