Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

তেঘরিয়া ইউনিয়ন পরিষদে ৭ মাস সচিব শূন্য

| প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়ন পরিষদে দীর্ঘ ৭ মাস যাবত সচিব না থাকায় দাপ্তরিক কাজে ব্যাপক বিঘœ ঘটছে। এতে ইউনিয়ন পরিষদের দৈনিন্দন কার্যক্রম পরিচালনা করতে ইউপি চেয়ারম্যানকে ব্যাপক হিমশিম খেতে হচ্ছে। সাধারন মানুষ তাদের প্রযোজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অনেকেই অনেক দুর থেকে কষ্ট করে ইউনিয়ন পরিষদে এসে সচিব না থাকার কারনে তাদের অতি প্রয়োজনীয় কাজ করাতে না পেরে তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছে। গত ২৪মার্চ শুক্রবার তেঘরিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জামান মিয়া আত্বহত্যা করলে ওই পদটি শূণ্য হয়। তার মৃত্যুর পর থেকে সংশ্লিষ্ট কতৃপক্ষ এ ইউনিয়ন পরিষদে নতুন কোন সচিব নিয়োগ দেননি। এব্যাপারে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ জজ মিয়া জানান, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নতুন সচিবের জন্য আবেদন করেছি। কিন্তু অদ্যবদি আমার ইউনিয়ন পরিষদে নতুন কোন সচিবকে স্থায়ীভাবে দেয়া হয়নি। এতে সরকারি কার্যক্রমসহ ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রমে বিঘœ সৃষ্টি হচ্ছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ