Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এজিএমের ভেন্যু জানিয়েছে বিআইএফসি

| প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক ঃ বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানির ২১তম এজিএম আগামী ২০ সেপ্টেম্বর বেলা ১০টায় পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হবে। জানা যায়, ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিচ্ছে না। ওই সময় শেয়ারপ্রতি লোকসান হয়েছে ছয় টাকা ৭৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) তিন টাকা ১৫ পয়সা। ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে কোম্পানিটি এবং সর্বশেষ ২০১৩ সমাপ্ত হিসাব বছরে পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল, যা আগের বছরের সমান। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা ও এনএভি ১৯ টাকা ২৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে ১৬ পয়সা ও ১৯ টাকা ৫১ পয়সা। - ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ