Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রূপালী ব্যাংকের ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এসএমই ঋণ বিতরণে প্রবৃদ্ধি ও ঋণ বিকেন্দ্রীকরণের গুরুত্বারোপ রূপালী ব্যাংকের এমডি’র
রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান বলেছেন, এসএমই ঋণ বিতরণের সংখ্যা বাড়াতে হবে এবং সকল শাখাকে সমহারে ঋণ বিতরণ করতে হবে। এ বছরের জানুয়ারী মাসে অনুষ্ঠিত ব্যবসায়িক সম্মেলনে ঘোষণা ছিল ২০১৭ সাল হবে রূপালী ব্যাংকের ঘুরে দাড়ানোর বছর। ঘুরে দাড়ানোর যে চেষ্টাটুকু নিয়েছিলাম তার সাথে আপনারাও সম্পৃক্ত হয়েছেন। যে ফলাফল এসেছে সেটা মূল্যায়ন করার সময় এসেছে। গত ৯ মাসে আমাদের অনেক সফলতা এসেছে কিছু ব্যর্থতাও আছে। যে সমস্ত শাখায় সমস্যা ছিল তা চিহ্নিত করে সমধানের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, গত বছর শেষে ব্যাংকের লসের পরিমান ছিল ৮০ কোটি টাকা যা কাটিয়ে উঠে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৩১০ কোটি অপারেটিং প্রফিট করেছে ব্যাংক। রূপালীর বর্তমান ব্যবস্থাপনা পরিষদের প্রশংসা করে তিনি বলেন, বর্তমান পরিষদ যে কোন বিষয়ে অত্যন্ত সহায়ক। ব্যবস্থাপকদের উদ্দেশ্যে বলেন, প্রতিষ্ঠানটিকে মাতৃসম মনে করলে কোন অনিয়ম হতে পারে না। গতকাল রূপালী ব্যাংক লিমিটেডের ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের অধীনস্থ শাখা সমূহের ব্যবস্থাপকদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১ এ অনুষ্ঠিত এ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি বিষ্ণু পদ চৌধুরী, হাসনে আলম, ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক এবনুজ জাহান, দক্ষিণের আলতাফ হোসেন, প্রধান কার্যালয়ের জিএম মো. কাইসুল হক, ওয়াকার আহমেদ খান, মো. মাঈন উদ্দিন, বিষ্ণু চন্দ্র সাহা, জাকিয়া সুলতানা, সাইদা খাতুন, মামুনুর রশিদ, সিএফও শওকত জাহান খান, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, ঢাকা উত্তর ও দক্ষিণের সকল শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ