Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

-১ + -১ = ০ শেখালেন উত্তরাখন্ডের শিক্ষামন্ত্রী!

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভারতের উত্তরাখন্ড রাজ্যের একটি সরকারি স্কুল পরিদর্শনে যান রাজ্যটির শিক্ষামন্ত্রী অরবিন্দ পান্ডে। স্কুলটির অষ্টম শ্রেণির এক শিক্ষিকাকে গণিত শেখাতে শুরু করেন তিনি। কিন্তু সেখানে গাণিতিক সূত্রের বদলে ছিল শিক্ষামন্ত্রীর নিজের মনগড়া সব ব্যাপার-স্যাপার। পরে সাধারণ একটি যোগ করতে গিয়েও ভুল করে বসেন তিনি।
স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটে। তার রাজ্যের একটি সরকারি স্কুল পরিদর্শনের সময় হঠাৎ একটি রসায়ন ক্লাসে ঢুকে পড়েন শিক্ষামন্ত্রী। সেখান ক্লাস নিচ্ছিলেন এক শিক্ষিকা। তাকে শিক্ষামন্ত্রী প্রথমেই ধমকের সুরে জানিয়ে দেন, গণিতে ঋণাত্মক দুটি মানের যোগফল সবসময় ধনাত্বক হয়।
ভুল ওই সূত্রটি বলার পর -১ ও -১ এর যোগফল বের করতে চক ডাস্টার হাতে নেমে পড়েন অরবিন্দ। এর সঠিক যোগফল -২। কিন্তু শিক্ষামন্ত্রী জানান উত্তর হবে শূন্য। আর এটা যে ভুল উত্তর তা কোনোমতেই মানতে নারাজ ছিলেন তিনি। তাছাড়া পুরো সময় ওই নারী শিক্ষকের সঙ্গে গলা তুলে কথা বলেন অরবিন্দ।
পরিদর্শনের সময় মন্ত্রী আরো অভিযোগ করেন, শিক্ষকরা পাঠ্যবইয়ের বদলে বিভিন্ন সহায়কা বই পড়াচ্ছেন। এ ঘটনায় বেশ চটেছেন ঝাড়খন্ডের সরকারি শিক্ষকরা। মন্ত্রীর খারাপ ব্যবহারের কারণে ক্ষমা চাইতে বলে রাস্তায় প্রতিবাদে নামেন তারা। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ