Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তি পাচ্ছে ডিপজলের নতুন সিনেমা দুলাভাই জিন্দাবাদ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মুক্তি পাচ্ছে মুভিলর্ড খ্যাত ডিপজলের নতুন সিনেমা দুলাভাই জিন্দাবাদ। সিনেমাটি পরিচালনা করেছেন বিশিষ্ট নির্মাতা মনতাজুর রহমান আকবর। আগামী মাসের ১৩ তারিখ মুক্তি পাচ্ছে সিনেমাটি। স¤প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এ সিনেমার মাধ্যমে প্রায় দেড় বছর পর ডিপজলের নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। মনতাজুর রহমান আকবর বলেন, গত সপ্তাহে আমরা সিনেমাটির সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছি। সিনেমাটি মুক্তির জন্য প্রযোজক সমিতির অনুমতি চাই, সমিতি আমাদের অনুমতি দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছি আগামী মাসের ১৩ তারিখ সিনেমাটি মুক্তি দেব। তিনি বলেন, আমি বিশ্বাস করি সিনেমাটি দেখার জন্য দর্শক হলে আসবে। দর্শক সিনেমায় সুন্দর একটা গল্প দেখতে চায়। একটি সুন্দর গল্প এ সিনেমাটিতে রয়েছে। পাশাপাশি শিল্পীদের ভালো অভিনয় দর্শক দেখতে চায়। আমি মনে করি, মনোয়ার হোসেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম এরা সবাই নিজের অভিনয় যোগ্যতা দিয়ে দর্শকের মাঝে তাদের নিজের অবস্থান তৈরী করেছেন। এই সিনেমায় তারা প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছে। তাদের অভিনয় দর্শক হৃদয় ছুঁয়ে যাবে। সিনেমাটির প্রযোজক নাদির খান বলেন, আমি দীর্ঘদিন পর চলচ্চিত্র প্রযোজনা করেছি। এর আগেও যত সিনেমা নির্মাণ করেছি, তার সবই গল্প নির্ভর ছিল। দুলাভাই জিন্দাবদ-এ দর্শক সুন্দর একটি গল্প দেখে সিনেমা হল থেকে বের হবেন। এ সিনেমা থেকে আমি যে লাভ পাব তার অর্ধেক পদ্মা সেতু নির্মাণে দিয়ে দিব। রাজেস ফিল্ম প্রযোজিত এই ছবিতে মনোয়ার হোসেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম ছাড়াও অভিনয় করেছেন আহমেদ শরিফ, অমিত হাসান, দিলারা, অরুণা বিশ্বাস, নাদির খান, শবনম পারভীন, ইলিয়াস কোবরা, সুব্রত প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ