প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সানমুন টেইলার্স-এর বিভিন্ন ফটোশূটে চিত্রনায়ক ফেরদৌস মডেল হলেও ভিজ্যুয়াল বিজ্ঞাপনে মডেল হননি। এবার তিনি প্রতিষ্ঠানটির ভিজ্যুয়াল বিজ্ঞাপনে মডেল হতে যাচ্ছেন। আদিত্য ও আরিফের নির্দেশনায় বিজ্ঞাপনটির শূটিং হবে ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে। বিজ্ঞাপনটিতে ফেরদৌস একাই মডেল হিসেবে কাজ করবেন বলে জানান। ফেরদৌস বলেন, ‘আদিত্য এবং আরিফ আমার প্রযোজিত এক কাপ চা চলচ্চিত্রে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত ছিল। তাদের নির্দেশনায় বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে কাজ করছি। একসঙ্গে একই প্রতিষ্ঠানের দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবো আমি। বিজ্ঞাপন দুটির কনসেপ্ট আমার ভালো লেগেছে।’ উল্লেখ্য, সর্বশেষ তিন মাস আগে ফেরদৌস একটি ফ্রিজের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এদিকে চলচ্চিত্রেও ফেরদৌস ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে আছেন জয়া। এছাড়া শেষ করেছেন আঁকা রেজা গালিবের নির্দেশনায় ‘কালের পুতুল’ চলচ্চিত্রের কাজ। ফেরদৌস বলেন, ‘যে চলচ্চিত্রগুলোতে আমি কাজ করছি প্রতিটি চলচ্চিত্রেরই গল্প এক কথায় দারুণ। একটির গল্পের চেয়ে আরেকটির গল্প অন্যরকম। ঠিক তেমনি চরিত্রও। আমি খুবই আশাবাদী প্রতিটি চলচ্চিত্র নিয়ে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।