Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাইপুরকে মাদকমুক্ত করতে সাত দিনের আল্টিমেটাম

| প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ ফরিদপুরের শিল্প সমৃদ্ধ এলাকা কানাইপুরকে মাদক মুক্ত করতে সাত দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে। গত বুধবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার কানাইপুর বাজারে কানাইপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ রোধে আয়োজিত সমাবেশে এ আল্টিমেটাম দেয়া হয়।
কানাইপুর ইউপি চেয়ারম্যান খাঁন মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে এ সময় সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমূখ বক্তব্য রাখেন। সভায় কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল আলম তাদের বক্তব্যে মাদকসেবীদের আওয়ামীলীগে ঠাই না দেবার অঙ্গীকার ব্যাক্ত করে করেন। তারা বলেন, মাদকসেবীদের জন্যে সরকারের এতবড় উন্নয়ন ¤øান হতে দেয়া হবেনা।
আর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর মাদকসেবীদের সাতদিনের সময় বেধে দেন, এর মধ্যে মাদক পরিহার না করলে কঠোর ব্যাবস্থা নেয়ার হুমকী দে ন তিনি। এসময় উপস্থিত পুলিশ প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা সন্তানদের খোঁজ খবর রাখতে অবিভাবকদের প্রতি আহŸান জানান। তিনি বলেন, পুলিশ সদস্যদের কেউ মাদকের সাথে সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেয়া হবে। ফরিদপুরের একাধিক প্রবীন ব্যক্তিরা জানান, চরমাধবদিয়ার জামাল নামে জনৈক ব্যক্তি প্রতিদিন হাজার হাজার টাকার মাদক লেনদেন করেন। এ বিষয়টি প্রশাসনসহ মাদক দ্রব্যের সকল কর্মকর্তারা জানেন। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, জামাল মাদকদ্রব্য বিক্রি করে সত্য কিন্তু ওকে গ্রেপ্তার করা আমাদের ক্ষমতা নেই। কারণ সরকার দলীয় প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে সে। তিনি আরো বলেন, ফরিদপুরের ১১টি ইউনিয়নই ওই প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে প্রায় ৫০ জন এ মাদক ব্যবসার সাথে জড়িত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ