Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই রঙ মিস্ত্রির মৃত্যু

| প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : রাজধানীর তুরাগ থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার সকালে ইস্ট ওয়েস্ট মেডিকেলের পাশের একটি পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্থানীয় রং মিস্ত্রি আব্দুল হালিম (৪০) ও তার সহযোগী বুলেট (২৫)। হালিমের আরেক সহযোগী কাজলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তুরাগ থানার ওসি নুরুল মুত্তাকিন জানান, সকালে ইস্ট ওয়েস্ট মেডিকেলের পাশের একটি পেট্রোল পাম্পে থেকে লোহার মই নেয়া সময় রাস্তার উপরে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনজন। দ্রæত তাদের ইস্ট ওয়েস্ট মেডিকেলে নিলে চিকিৎসক হালিম ও বুলেটকে মৃত ঘোষণা করেন। কাজলের অবস্থার অবনতি ঘটলে পরে তাকে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। হালিম ওই এলাকার বিভিন্ন নির্মাণাধীন ভবনে রঙের কাজ করে আসছিলেন। তাদের কাজের জন্য ব্যবহারের মইটি তারা ওই পেট্রোল পাম্পে রাখতেন এবং প্রয়োজনের সময় বের করে ব্যবহার করতেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ