বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাছের ডাল পড়ে এক স্কুলছাত্রীর মৃত্য হয়েছে। গত বুধবার বিকেলে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের পুড়াহাতা গ্রামের দিনমজুর আবু হানিফার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে দ্বিতীয় মেয়ে পান্না আক্তার। সে পাশ্ববর্তী উচাখিলা ইউনিয়নের কাজিরবলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত রোববার পান্নার বাবা আবু হানিফা বাড়ির সামনের একটি রেইনট্রি গাছ সাড়ে ১৫ হাজার টাকায় বিক্রি করেন আবদুল লতিফ নামের এক কাঠ ব্যবসায়ীর কাছে। পরে গত বুধবার একই ইউনিয়নের পাইকুড়া গ্রামের কাঠুরে আক্কাছ মিয়া সকাল থেকে গাছটি কাটতে শুরু করেন। বেলা ৩ টার দিকে গাছের ডাল কাঠছিলেন আক্কাছ। ওই সময় মা ফরিদা বেগমের সাথে দাঁড়িয়ে তা দেখছিল পান্না আক্তার। হঠাৎ কাটা একটি ডাল পান্নার শরীরের ওপর এসে পড়ে যায়। মা চিৎকার দিয়ে মেয়েকে গাছের ডালের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় বের করেন। কিন্তু ডাল চাপাতেই ঘটনাস্থলেই মৃত্য হয় পান্নার। এদিকে গাছের ডাল পড়ে স্কুল ছাত্রী পান্না আক্তারের মৃত্যুর ঘটনায় তার বাবা দিনমজুর আবু হানিফা বাদি হয়ে থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে কাঠুরে আক্কাছ মিয়াকে আসামি করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে যায়। অবহেলা জনিত কারণে শিশুটির মৃত্যু ঘটায় নিহতের বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রাতেই মামলাটি নথিভুক্ত করে। ঈশ্বরগঞ্জ থানার এস আই খোরশেদ আলম বলেন, গাছের ডাল পড়ে মেয়েটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাবার অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।