Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিআরইউ’র নিন্দা ও প্রতিবাদ

| প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল ১৪ সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ইনকিলাব ভবনের সামনে পত্রিকাটির চাকরিচ্যুত সাংবাদিক কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে পূর্ব-নির্ধারিত একাধিক সাংবাদিক সংগঠনের কর্মসূচিতে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে উপস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাসহ ইনকিলাব থেকে চাকরিচ্যুত ও চাকরিরত ডিআরইউ’র আরো কয়েকজন সদস্য আহত হন। ডিআরইউ কার্যনির্বাহী কমিটি মনে করে দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে কোন অবস্থাতেই শারীরিক লাঞ্ছনার ঘটনা কাম্য নয়।
এই ঘটনার প্রেক্ষিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটি শুক্রবার এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে কার্যনির্বাহী কমিটি এই অনাকাঙ্খিত ও দু:খজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ইনকিলাব কর্তৃপক্ষ ও বকেয়া বেতন-ভাতা আদায়ে আন্দোলনরতদের আলোচনার ভিত্তিতে পাওনা পরিশোধের বিষয়টি মীমাংসার জন্য জোর দাবি জানানো হয়। সভায় একই সাথে ডিআরইউর কোন নির্দোষ সদস্য যাতে অযথা হয়রানির শিকার না হন সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানানো হয়।
ডিআরইউর সহ-সভাপতি আবু দারদা যোবায়েরের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, যুগ্ম-সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সাংগঠনিক সম্পাদক জিলানী মিলটন, দপ্তর সম্পাদক নয়ন মুরাদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক কামাল উদ্দিন সুমন, কল্যাণ সম্পাদক আজাদ হোসেন সুমন এবং কার্যনির্বাহী সদস্য নূরুল ইসলাম হাসিব, হাবীবুর রহমান, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন সুমন, মাইনুল হাসান সোহেল ও মো. আনিসুল ইসলাম উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • বাতেন ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১:৪৫ পিএম says : 0
    ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সবাইকে ধন্যবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ