বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো ঃ ঈদের আগে জোড়াতালি দিয়ে সংস্কার করা যশোর অঞ্চলের বিভিন্ন সড়ক মহাসড়ক আবার খারাপ হয়ে গেছে। চালচল হয়ে পড়েছে ঝুঁকিপুর্ণ। বিশেষ করে যশোর-বেনাপোল আন্তর্জাতিক সড়কের অবস্থা ভয়াবহ। যশোর চাঁচড়া মোড় থেকে নাভারণ ২৮ কিলোমিটার সড়কের প্রায় ২০ কিলোমিটারই খারাপ। সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বিশেষ জরুরি ছাড়া ওই সড়কে কেউ যাতায়াত করতে চায় না। ঝিকরগাছা ব্রিজের দু’পাশের অবস্থা এতটাই ভয়াবহ যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল এর মতো। বৃষ্টি হলে গর্তে পানি জমে ও আস্ত ইট ফেলার কারণে অবস্থা এমন যে গাড়িতে গিয়েও হেঁটে পার হতে হয় রাস্তা। যশোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম জানান, এবারের বর্ষায় আসলে প্রায় সবখানের রাস্তার কমবেশী ক্ষতি হয়েছে। ঈদের আগে জরুরিভাবে সড়কগুলো চলাচলের উপযোগী করার জোর চেষ্টা চলেছে। এখনো কাজ চলছে। যশোরের সব সড়ক দ্রæতই ভালো হবে। বেনাপোল সড়কে ২শ’৩০ কোটি টাকার বরাদ্দ হয়েছে। কাজ শুরু হবে তাড়াতাড়ি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।