Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ প্যাভিলিয়ন নিশ্চিত করতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহŸান

দুবাইয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শপিং ফ্যাস্টিভ্যাল

| প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : আগামী ১লা নভেম্বর থেকে দুবাই গেøাবাল ভিলেজে অনুষ্ঠিতব্য ৫ মাসব্যাপী আন্তর্জতিক শপিং ফ্যাস্টিভ্যালে বাংলাদেশ প্যাভিলিয়নের অংশ গ্রহণ নিশ্চিত করতে ব্যবসায়ীদের নিয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করে দুবাই বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল। গত বুধবার দুবাই বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল ভবন কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এস.বদিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর ড. একেএম রফিক আহমেদ বলেন, বিগত কয়েক বছর যাবত দুবাই গেøাবাল ভিলেজে বাংলাদেশ প্যাভিলিয়নের অংশ গ্রহণ না থাকায় অনেকেই আমাদের প্রশ্ন করেছিলেন । তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ ও আরব আমিরাতে যেসব ব্যবসয়ী রয়েছেন তারা যদি আগামী ১০ অক্টোবরের মধ্যে স্টল বরাদ্দে এগিয়ে আসেন তাহলে আমরা এবার দুবাই গেøাবাল ভিলেজে প্যাভিলিয়নের অংশ গ্রহণ নিশ্চিত করতে পারব। তাই দেশের উন্নয়ন স্বার্থ ও সুনাম বিবেচনায় ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানান তিনি। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আইয়ুব আলী বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, দুবাই বিজনেস কাউন্সিলের জেনারেল সেক্রেটারী নুর মোহাম্মদ, সহসভাপতি মাহাবুব আলম মানিক, শাহ মোহাম্মদ মাকসুদ, মোহাম্মদ সেলিম উদ্দিন সিআইপি, শেখ মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউনুছ, জজখান, মাহাবুবুর রহমান, মোহাম্মদ জহিরুল ইসলাম, ইমাম হোসেন জায়েদ পারভেজ। সভায় উপস্থিত ছিলেন ভাইস কনসাল মেহেদুল ইসলাম, ফার্স্ট সেক্রেটারী লেবার একেএম মিজানুর রহমান, ফার্স্ট সেক্রেটারী পাসপোর্ট ও ইমিগ্রেশন নুরে মাহবুবা জয়া ও কন্সুলার প্রোভাষ লামারংসহ অন্যান্য নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ