Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যানেজমেন্ট কাউন্সিল বর্ধিত করেছে রবি

| প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ডিজিটাল কোম্পানিতে রূপান্তরের লক্ষ্যে নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন করেছে মোবাইল ফোন অপারেটর রবি। পুনর্গঠনের অংশ হিসেবে কৌশলগত দায়িত্ব পালনের জন্য ম্যানেজমেন্ট কমিটিতে (এমসি) পাঁচ কর্মকর্তাকে অন্তর্ভূক্ত করেছে অপারেটরটি। বর্তমান ডেপুটি সিএফও রুহুল আমিন, রেগুলেটরি অ্যাফেয়ার্স’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) শাহেদ আলম, আইটি অ্যান্ড চার্জিং’র ইভিপি আসিফ নাঈমুর রশিদ ও এন্টারপ্রাইজ বিজসেন’র ইভিপি মো. আদিল হোসেন যথাক্রমে হেড অব কর্পোরেট স্ট্র্যাটেজি, হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স, হেড অব আইটি এবং হেড অব এন্টারপ্রাইজ বিজনেস হিসেবে নিয়োগ পেয়েছেন।
তারা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদকে রিপোর্ট করবেন। গতকাল থেকে নিয়োগগুলো কার্যকর হয়েছে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও এন্টারপ্রাইজ প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিস’র ডিভিশনাল হেডের নাম পরে ঘোষণা করা হবে। রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “এ পরিবর্তনের মাধ্যমে আসছে ডিজিটাল যুগে আমরা গ্রাহকদের আরো ভাল সেবা দিতে পারব। তরুণ এই নেতৃত্ব রবি’র ডিজিটাল কোম্পানিতে রূপান্তরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের প্রত্যাশা।”
তিনি আরো বলেন, নতুন এমসি মেম্বারদের এমনভাবে তৈরি হয়ে উঠতে সহায়তা করা হয়েছে যেন তারা আগামী দিনগুলোতে নেতৃত্বস্থানীয় পর্যায়ে এসে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ