Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে বজ্রপাত প্রতিরোধে ১২ হাজার তালগাছ রোপণ

| প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


নাটোর জেলা সংবাদদাতা ঃ প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রাকৃতিক দূর্যোগ ‘বজ্রপাত’ প্রতিরোধে নাটোর সদর উপজেলার ৭ ইউনিয়নের বিভিন্ন রাস্তা ও প্রধান সড়কের দুই পাশে ১২ হাজার তালগাছ রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে কর্মসূচী উদ্বাধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রা লেখা নাজনীন, জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুজ্জামান ভূইয়াসহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। সকলকে বেশি বেশি করে তালগাছ রোপন করে প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধ করার জন্য আহবান জানান জেলা প্রশাসক শাহিনা খাতুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ