বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা ঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের সাথে মতবিনিময় করে নিজেকে নৌকার প্রার্থী ঘোষনা করলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আলহাজ মনোয়ার হোসেন। গত বৃহস্পতিবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় গাঙ্গুটিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এর অতিরিক্ত এ্যাটর্ণি জেনারেল ও প্রসিকিউটর এ্যাড.মোহম্মদ আলী, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিদ্দিকুর রহমান, গাঙ্গুটিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন, ঢাকা জেলা ছাত্র লীগ নেতা এস এম নজরুল ইসলাম, মতবিনিময়কালে মনোয়ার হোসেন ১/১১ সময়ে দলের জন্য নিজের কর্মতৎপরতার বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন। সেইসাথে বলেন, ধামরাইকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে থাকবেনা কোন দখল বানিজ্য, থাকবেনা সন্ত্রান, থাকবেনা মাদক, থাকবেনা কোন হানাহানি। পরিশেষে মনোয়ার হোসেন বলেন, আমি যেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়যুক্ত হতে পারি তার জন্য দোয়া করবেন।
মনোনয়ন চাইবেন আব্দুল আলীম খান সেলিম
এদিকে, ঢাকা-২০,ধামরাই আসন থেকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন চাইবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেঘনা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংগঠক শিক্ষানুরাগী আব্দুল আলীম খান সেলিম। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে ঘোষনা করেন এবং দলও তাকেই মনোনয়ন দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আব্দুল আলীম খান সেলিম বলেন, ঢাকার অতি কাছের উপজেলা হিসেবে এপর্যন্ত ধামরাইয়ে তেমন কাঙ্খিত উন্নয়ন হয়নি। এছাড়া রাজনৈতিক কোন্দলসহ বিভিন্ন দিক থেকে এখনো অবহেলিত। তাই ধামরাইকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য তিনি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন।
ইতি মধ্যেই তিনি গ্রামের অবহেলিত মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে ধামরাইয়ের রাজাপুরে নিজ গ্রামে নিজস্ব অর্থায়নে চারতলা বিশিষ্ট মা বেগম আনোয়ারার নামে নামকরণ করে গালর্স কলেজ, বিনামূল্যে চিকিৎসার জন্য দ্বি-তল বিশিষ্ট আব্দুল আলীম খান মেডিকেল সেন্টার, রাজাপুর ইসলামিক রিসার্চ সেন্টার ও মক্তব প্রতিষ্ঠা করেছেন এবং আনোয়রা-হালিম ফাউন্ডেশন ও রাজাপুর আদর্শ সমিতির সভাপতি হিসেবে এলাকায় সামাজিক উন্নয়নমূলক কাজ করছেন। এছাড়া সরকারি অর্থায়নে সরকারি টেকনিক্যাল স্কুল নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করে এলাকাবাসীর মন জয় করে চলেছেন।
ইস্তেহারা খানম চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত
দাগনভূঞা (ফেনী) উপজেলা সংবাদদাতা : দাগনভূঞা উপজেলার আতাতুর্ক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইস্তেহারা খানম জাতীয় শিক্ষা পদক ২০১৭ এর চট্রগ্রাম বিভাগে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। ফেনী জেলা শিক্ষা অফিসার বিলকিস আরা বেগম এর সত্যতা নিশ্চিত করেন। বিভাগে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ার পূর্বে তিনি প্রথমে দাগনভূঞা উপজেলায় ও পরবর্তীতে ফেনী জেলায় শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন। উল্লেখ্য, ইস্তেহারা খানম ১৯৮৭ সালে সহকারি শিক্ষিকা হিসাবে দাগনভূঞা উপজেলার আতাতুর্ক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। ২০০৬ সালে প্রধান শিক্ষিকা হিসাবে পদন্নোতি লাভ করে একই উপজেলার মাতুভূঞা সরকারি প্রথমিক বিদ্যালয়ে যোগদান করে। ২০১৫ সালের এপ্রিল মাসে সেখান থেকে পুনরায় আতাতুর্ক মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে ২০১৫ ও ২০১৬ সালের সমাপনী পরিক্ষায় পর পর দু’বার জেলায় প্রথম স্থান অধিকার করে বিদ্যালয়টি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।