রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা গ্রামে মারধর এবং বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পিতা আঃ রশিদ হাওলাদার (৫৮) বাদী হয়ে ছেলে, পুত্রবধূ, নাতীসহ ৭জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে উপজেলার ধানীসাফা গ্রামের মজিবর রহমান তার বাবা আঃ রশিদ হাওলাদারকে সম্প্রতি মারধর করে। এঘটনায় বাবা আঃ রশিদ হাওলাদার থানায় জিডি করেন। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে আপোষ-মিমাংসার জন্য গত ৮ সেপ্টেম্বর সকালে বাড়ির সামনে সালিশ বৈঠক বসে। কিন্তু মজিবর সালিশ বৈঠক অমান্য করে সাফা বাজারে তার দোকানে চলে যায়। পরে দুপুর বেলা মজিবর সাফা বাজার থেকে বাড়িতে এসে স্ত্রী, সন্তান ও অন্যান্য আসামীদের নিয়ে বাবাকে গালাগালির এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এসময় মজিবর বাবার বসত ঘরের দরজা, জানালা ভাংচুর করে। পরবর্তীতে আসামীরা আঃ রশিদের অপর ছেলে মোশারেফের ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তার স্ত্রীকে মারধর করে নগদ ৮০ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই নূর আমিন জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।