Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যা দুর্গতদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প

| প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরে বন্যা দুর্গতদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা ও ওষুধ বিতরণ করেছে বিএনপি সর্মথিত চিকিৎসকদের সংগঠন ড্যাব। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নির্দেশে ও শেরপুর জেলা বিএনপির সহযোগিতায় গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী, চরমোচারিয়া, বলায়েরচর ও কামারেরচর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তসহ স্থানীয়দের মাঝে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা ও ফ্রি ওষুধ বিতরন করা হয়। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সহ সম্পাদক ডা: রফিকুল ইসলাম ও জেলা বিএনপিসাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হযরত আলীল কন্যা ডা: সানসিলা জেবরিন প্রিয়াংকার নেতৃত্বে মেডিসিন, অর্থপেডিক্স, রিউম্যাটোলাক্স, সার্জারী, হৃদরোগ, শিশু ও গাইনী বিশেষজ্ঞ ২০ সদস্যের চিকিৎসকদের একটি টিম আগত রোগীদের চিকিৎসা সেবা দেন। এসময় অন্যানের মাঝে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয়পার্টির সভাপতি আলহাজ্জ ইলিয়াস উদ্দিন সহ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ