Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

একই স্থানে আ’লীগের দু’ গ্রæপের সমাবেশ

ঘাটাইলে ১৪৪ ধারা জারি

| প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঘাটাইল(টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : ঘাটাইলে আ’লীগের দুই গ্রæপের একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার হমিদপুর এলাকায় ফৌজদারি কার্যবিধির এ আদেশ জারি করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মুহাম্মদ শাহীন। পুলিশ ও স্থানীয় প্রশাসন কতৃক জারি করা আদেশ থেকে জানা যায়, শুক্রবার বিকাল ৪ টায় ঘাটাইল উপজেলার হামিদপুর বাসষ্ট্যান্ড চত্বরে রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও এমপি রানার মুক্তি ও ফাঁসির দাবিতে পাল্টাপাল্টি সমাবেশ ও বিক্ষোভ মিছিল আহবান করে আ’লীগের দুই গ্রæপ। রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও কারাগারে থাকা এমপি রানার মুক্তির দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আহবান করে তার সমর্থকরা । পাশাপাশি একই সময়ে একই স্থানে উপজেলা আ’লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবুর সমর্থকরা রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও এমপি রানার ফাঁসির দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আহবান করে। এদিকে আইন-শৃঙ্গলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে শুকবার দুপুর ১২ টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার দিগড় ইউনিয়নের হামিদপুর এলাকায় ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মুহাম্মদ শাহীন ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ