Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

লন্ডনে পাতাল স্টেশনে বিস্ফোরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৭, ৩:৪৫ পিএম

পশ্চিম লন্ডনের পারসনস গ্রিন আন্ডারগ্রাউন্ড স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সংবাদমাধ্যম জানায়, পাতাল রেলস্টেশনে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনের মুখ দগ্ধ হয়েছে। আজ শুক্রবার সকালে ব্যস্ত সময়ে ওই বিস্ফোরণের পর ট্রেনের ভেতরে যাত্রীর ব্যাগে আগুন জ্বলতে দেখা গেছে।

এদিকে বিস্ফোরণের পর স্টেশনটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের অন্য স্টেশন ব্যবহারের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গেছেন। এছাড়া ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পৌঁছেছে। তারা এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের ধরন সম্পর্কেও কিছু জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ