Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে স্বামী আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ৪:৩৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লছমানপুর এলাকায় পরকীয়ার জের ধরে বাসনা রাণী (২৭) কে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী শ্রী সঞ্জয় সিংহকে আটক করেছে পুলিশ। পুলিশ ও সংশ্লিষ্ট ইউপি সদস্য ঈদুল আলী জানান, পরকীয়ার জের ধরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমনপুর হিন্দুপাড়া গ্রামের সঞ্চয় সিংহ তার স্ত্রী বাসনা রাণীকে বৃহস্পতিবার ভোর চারটার দিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে নিজ শয়ন ঘরে ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। বেলা ১১টার দিকে সঞ্জয় কুমার তার স্ত্রীর মরদেহ ফাঁসি থেকে নামিয়ে আত্মহত্যা বলে নিজেকে বাঁচার চেষ্টা করে। এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশীরা বাসনা রাণীর স্বামী সঞ্জয় সিংহকে আটকে রেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এদিকে নিহতের বোন শ্রীমতি পলি রাণী জানায়, সঞ্জয় সিংহের মেজ বৌ সবিতার সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। এরই জের ধরে দীর্ঘদিন হতে সঞ্জয় সিংহসহ তার পরিবারের সদস্যরা নানান ভাবে বাসনা রাণীকে অত্যাচার নির্যাতন করে আসছিল। বাসনা রাণীর আট বৎসর ও পাঁচ বৎসরের দুই ছেলে সন্তান রয়েছে। ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামান জানান, বাসনা রাণীর গলায় আঙ্গুলের দাগ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত থাকায় সঞ্জয় সিংহকে আটক করা হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ