Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইন মেনেই কাজ করতে হবে ক্রেতাজোটদের

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ইউরোপের ক্রেতাজোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি (অ্যাকর্ড) এবং উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটিকে (অ্যালায়েন্স) দেশের আইন মেনেই কাজ করতে হবে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক রোববার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প কারখানা ভবনের নিরাপত্তা সম্পর্কিত মতবিনিময় সভায় এ কথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, অ্যাকর্ড-অ্যালায়েন্সের বাইরে জাতীয় উদ্যোগের আওতায় থাকা কারখানার সংস্কারকাজ ধীরে চলছে। এ ধীরগতির মূল কারণ জানতে বড় ধরনের ঝুঁকিতে থাকা ২৩৮ কারখানার মধ্যে ঢাকা জেলার ১১৫ কারখানা মালিকের কাছে সংস্কার শুরু করতে না পারার বিষয়ে জানতে চান তিনি। বৈঠকে তাদের সংস্কারকাজ দ্রæত করার তাগিদ দেয়া হয়। তবে অতি ঝুঁকিতে থাকা কারখানাগুলোকে সময় দেয়ার ব্যাপারে সরকার সহনশীল হলেও সংস্কারে কোনো ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইন মেনেই কাজ করতে হবে ক্রেতাজোটদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ