Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল বলিউডের ‘সিমরান’ মুক্তি পাচ্ছে

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আগামীকাল বলিউডের ছয়টি ফিল্ম মুক্তি পাবার কথা। এর মধ্যে প্রধান ‘সিমরান’ ‘লখনৌ সেন্ট্রাল’।
টি-সিরিজ সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যানারে ড্রামা ফিল্ম ‘সিমরান’ মুক্তি পাচ্ছে। এটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, শৈলেশ আর সিং, কৃষণ কুমার এবং অমিত আগরওয়াল। হানসাল মেহতার পরিচালনায় অভিনয় করেছেন কঙ্গনা রানৌত, মার্ক জাস্টিস, সোহম শাহ, হিতেন কুমার, এশা তেওয়ারি, মনু নারায়ণ, আনিশা জোশি, রুপিন্দর নাগরা এবং ঊষা জেরাজানি। সঙ্গীত পরিচালনা করেছেন সচীন আর জিগার।
‘লখনৌ সেন্ট্রাল’ মুক্তি পাচ্ছে ভায়াকম এইটিন মোশন পিকচার্স এবং এমে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যানারে। প্রযোজনা করেছেন নিখিল আদবানি, মনীষা আডবানি এবং মাধু ভোজ্বানি। রঞ্জিত তিওয়ারির পরিচালনায় অভিনয় করেছেন ফারহান আখতার, দীপক দোব্রিয়াল, গিপ্পি গ্রেভাল, রাজেশ শর্মা, ডায়ানা পেন্তি, রবিন দাশ, ইনামুলহক এবং রোণিত রায়। সঙ্গীত পরিচালনা করেছেন অর্জুনা হারজাই, রোচাক কোহলি, তনিষ্ক বাগচী, সুখবিন্দর সিং এবং মাইকেল দান্না।
উপরোল্লিখিত ছাড়া যে ফিল্মগুলো মুক্তি পাচ্ছে তার মধ্যে একটি- ‘বাবুজি এক টিকেট বাম্বাই’। অরবিন্দ ত্রিপাঠীর পরিচালনায় এতে অভিনয় করেছেন রাজপাল যাদব, ভারতী শর্মা এবং রঘুবীর যাদব। একই দিন মুক্তি পাচ্ছে শাদাব খান পরিচালিত ‘বি. এ. পাস-টু’, অভিনয় করেছেন কৃতিকা সচদেব, সাশে এবং ইন্দ্রনীল সেনগুপ্ত।
এছাড়া ‘পাটেল কি পাঞ্জাবি শাদি’ এবং ‘রাব্বি’ নামে দুটি ফিল্ম মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ