Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ৩:৪৯ পিএম

মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইনে এবার প্রাণ হারালেন এক বাংলাদেশি। তার নাম হাশেম উল্লাহ (৪৫)। তিনি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আদর্শ গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দিনগত রাতে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৪নং পিলার সংলগ্ন রোহিঙ্গাদের কাছ থেকে গরু আনতে যান হাশেম উল্লাহ। এ সময় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিস্ফোরণে আহত হন রোহিঙ্গা আবদুল কাদের। তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সরওয়ার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুটি মাইন বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত ও এক রোহিঙ্গা আহত হয়েছে। আহত রোহিঙ্গাকে চিকিৎসার জন্য উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ