Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : উলিপুরে শিশু আরজিনা অপহরণকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বড় মসজিদ মোড়ের প্রধান সড়কে এলাকার ৫ শতাধিক মানুষ হাতে হাত রেখে মানববন্ধনে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির সভাপতি আপন আলমগীর,মাসুম করিম,শিশু আরজিনার পিতা আক্কাছ আলী ও মামা মোন্নাফ আলী। বক্তরা অবিলম্বে অপহরণ ঘটনার রহস্য উৎঘাটন করে প্রকৃত দোষিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান এবং পুলিশের উধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। আরজিনার পিতা অভিযোগ করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা অপহরণকারীদের রক্ষা করতে বাদিকে জমির প্রলোভন দিয়ে অপহরণ ঘটনা মীমাংসার জন্য চাপ দিচ্ছে।
উল্লেখ্য, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের হাজিপাড়া গ্রামের আক্কাছ আলীর শিশুকন্যা আরজিনা (৭) নানার বাড়ী উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের রুপার খামার গ্রামে থেকে রুপার খামার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লেখাপড়া করত। গত ৬ আগষ্ট সন্ধ্যায় কৌশলে প্রতিবেশি এক পাতানো নানী তাকে বিস্কুট খাওয়ার প্রলোভন দিয়ে বাড়ির বাইরে নিয়ে এসে ভাই সাহেব আলীর মাধ্যমে অপহরণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ