টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটিতে নতুন ব্র্যান্ড শপ উদ্বোধন করল ওকাপিয়া মোবাইল। গত ২০১৩ সালে কার্যক্রম শুরুর পর থেকে ওকাপিয়া মোবাইল বাজারে সবসময় মানসম্পন্ন ও অভিনব পণ্য নিয়ে আসছে। সামনে ওকাপিয়া মোবাইলের আরও অনেক নতুন ধরনের হ্যান্ডসেট ও ডিভাইস নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশজুড়ে, ওকাপিয়া মোবাইলের সাড়ে ৩শ’র বেশি এসআইএস, ৪০টির বেশি ব্র্যান্ড শপ ও ৩৫টির বেশি কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে এবং প্রতিষ্ঠানটিতে ৬শ’র বেশি মানুষ কর্মরত রয়েছে। ওকাপিয়া মোবাইলের চেয়ারম্যান সুব্রত দাশ বসুন্ধরা সিটির লেভেল- ০১, ব্লক-বি‘তে নতুন ব্র্যান্ড শপ উদ্বোধন করেন। অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওকাপিয়া মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন এবং জেনারেল ম্যানেজার কাজি মনজুর আহমেদসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা।
স আইটি ডেস্ক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।