বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদাতা : রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় পূর্ব শত্রæতার জের ধরে পূর্ব খলেয়া ধনতোলা ঠাকুরপাড়া গ্রামের মৃত ধীরেন চন্দ্রের পুত্র সুধীর চন্দ্র মহন্ত ও তার পরিবারের লোকজনকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছে প্রতিপক্ষরা। এক পর্যায়ে গত ৩০ জুলাই একই গ্রামের গোপাল চন্দ্রের পুত্র দিলীপ চন্দ্র মহন্ত ইচ্ছাকৃত ভাবে গরু, ছাগল দিয়ে সুধীর চন্দ্রের লিচু বাগানের চারা গাছ নষ্ট করলে উভয় পক্ষের মধ্যে ডাঙ্গা বেঁধে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সুধীর চন্দ্র মহন্ত বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় প্রতিপক্ষ দিলীপ চন্দ্র মহন্ত, নারায়ন চন্দ্র মহন্ত, গোপাল চন্দ্র মহন্ত, শুকো বালা মহন্ত, মিনতি রানী মহন্ত, কাজল চন্দ্র মহন্ত, জয় চন্দ্র মহন্ত, সীতা রানী মহন্ত, ববি রানী মহন্তকে মামলা দায়ের করেন। মামলা হওয়ায় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে সুধীর চন্দ্র মহন্তের পুত্র ঘাঘটটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমল কৃষ্ণ মহন্ত গত ৮ আগষ্ট বিদ্যালয় ছুটি হওয়ার পর বাড়ী ফেরার পথে তার পথরোধ করে নারায়ন চন্দ মহন্ত, পরমেশ্বর মহন্ত, অমূল্য চন্দ্র মহন্ত, প্রফুল্ল চন্দ্র সরকারসহ আরো কয়েকজন দৃর্বৃত্ত নিয়ে হত্যার উদ্দেশ্যে কমল কৃষ্ণ মহন্তের ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারলে গুরুতর আহত হয়। এ ঘটনায় গত ১৩ আগষ্ট কমল কৃষ্ণ মহন্তের পিতা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে বাদীকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।