Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেগুনা স্ট্যান্ডের দখল নিয়ে

| প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুরে শ্রমিকলীগের দু’গ্রæপের উত্তেজনা : আহত ২
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে লেগুনা স্ট্যান্ডের দখল নিয়ে শ্রমিকলীগের দু’গ্রæপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষের ধাওয়ায় অপর পক্ষের দুই শ্রমিকলীগকর্মী আহত হয়েছে। আহতরা হলো- পৌর এলাকার মাওনা বাজার এলাকার লেগুনার মালিক শওকত মিয়া ও দারগারচালা এলাকার আলামিন। আহতদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা লেগুনা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে, শ্রীপুর পৌর শ্রমিকলীগের সভাপতি খন্দকার কফিল উদ্দিন মাওনা চৌরাস্তার দক্ষিণ পাশের লেগুনা স্ট্যান্ড ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে পরিচালনা করছেন। সম্প্রতি ওই স্ট্যান্ডটি উপজেলা আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: জালাল উদ্দিন তার নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছিল। মঙ্গলবার সকালে জালাল উদ্দিনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক শ্রমিকলীগের কর্মী সমর্থকরা লাঠি, লোহার রড নিয়ে স্ট্যান্ড দখলের চেষ্টা চালায়। এসময় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুই জন আহত হয়। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের লোকজনদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় পুলিশ শ্রমিকলীগের নেতাকর্মীদের লাঠি সোঠা ও বিভিন্ন মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ