বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জে যমুনা নদীর তীরবর্তী পাঁচটি উপজেলার নি¤œাঞ্চলে আবারো বন্যা দেখা দিয়েছে। এতে নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে। সদ্য রোপনকৃত রোপা আমনসহ বিভিন্ন ফসল ডুবে গেছে। এনিয়ে সিরাজগঞ্জে তৃতীয় দফায় বন্যায় সংশ্লিষ্ট কৃষকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। বন্যা ও দফায় দফায় বর্ষণে বিশেষ করে চর ও দূর্গম অঞ্চলে অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছে। বর্তমানে যমুনা নদীর পানি বিপদসীমার ১৭ সেঃ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর তীরবর্তী শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার নি¤œাঞ্চলের অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজারসহ বহু বাড়িঘর ডুবে গেছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইমাম হাসান জানান, প্রবল বর্ষণও পাহাড়ী ঢলে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে যমুনা নদীর পানি বিপদসীমার ১৭ সেঃ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর তীরবর্তী ৫টি উপজেলার বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। অনেক স্থানে ভাঙন প্রতিরোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। ভারতের মেঘালয় ও আসামে প্রবণ বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। একারণে সিরাজগঞ্জে তৃতীয় দফায় বন্যার আশংকা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।