Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসছে আইওএস ৯.৩

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

আইফোন, আইপড এবং আইপ্যাডের অপারেটিং সিস্টেমে নতুন সংস্করণ আইওএস ৯.৩ আনতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এ সপ্তাহেই আইওএস ৯.৩-এর বেটা সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। আর চলতি বছরের মার্চের শেষদিকেই এটির পূর্ণ সংস্করণ ছাড়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ইভেন্টেই নতুন আইফোন, আইপ্যাড এবং অ্যাপল ওয়াচের সরঞ্জাম উন্মোচন করার সম্ভাবনা রয়েছে। আর এখানেই নতুন আইওএস ৯.৩ অপারেটিং সিস্টেমটিও উন্মোচন করা হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। আইওএস এর নতুন এই সংস্করণে আগের সংস্করণের কিছু বাগ ঠিক করা হয়েছে। তবে, নতুন এই সংস্করণে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে বলে ব্যপকভাবে প্রচারণা চালাচ্ছে অ্যাপল। এই সংস্করণে নতুনত্ব হিসেবে যোগ করা হয়েছে নাইট শিফট ফিচার। এই ফিচার রাত্রিকালে পর্দার রঙ পরিবর্তন করবে, যাতে এটি ঘুমের জন্য সহায়ক হয়। এছাড়াও হেলথ এবং নোটস এর মত অ্যাপগুলো উন্নত করা হয়ছে। আইওএস এর আগের সংস্করণটিতে আইপ্যাড প্রো-এর পর্দাতে অ্যাপল পেন্সিলের নেভিগেশন ফিচার বাদ দেওয়া হয়েছিল। এই সংস্করণে আবার এই ফিচার ফিরিয়ে আনা হয়েছে।
স আইটি ডেস্ক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসছে আইওএস ৯.৩

১৫ মার্চ, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ