Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে পরিবর্তন ঘটানো প্রতিষ্ঠানের তালিকায় বাংলাদেশে ‘বিকাশ’

| প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার: বিশ্বে পরিবর্তন এনেছে এমন প্রতিষ্ঠানের তালিকায় সেরা ৫০ এ স্থান করে নিয়েছে দেশের মোবাইলফোনভিত্তিক লেনদেনের প্লাটফর্ম ‘বিকাশ’। ফরচুন ম্যাগাজিনের ‘চেঞ্জ দ্যা ওয়ার্ল্ড ২০১৭’ শীর্ষক বার্ষিক ওই তালিকায় রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ১০০ টি বেসরকারী প্রতিষ্ঠান। আর এতে বিকাশের অবস্থান ২৩ তম। যেসব প্রতিষ্ঠানের পণ্য বা সেবা মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রেখেছে সেগুলোতে এ তালিকায় রাখা হয়েছে। ফরচুন ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২২ শতাংশ প্রাপ্তবয়স্ক বাংলাদেশি বিকাশে টাকা লেনদেন করে। প্রতিদিন আনুমানিক ৪৫ লাখ লেনদেন হয় বিকাশে। ফরচুনের এই তালিকার শীর্ষে রয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক ব্যাংকিং জায়ান্ট জেপি মর্গান চেজ, দ্বিতীয়তে আছে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ডিএসএম। আর তৃতীয় অবস্থানে রয়েছে প্রযুক্তি বাজারের সম্ভ্রান্ত ব্র্যান্ড অ্যাপল। ফরচুন তালিকায় স্থান করে প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই বৈশ্বিক অথবা আঞ্চলিক পর্যায়ে কাজ করে। অন্যদিকে শুধুমাত্র বাংলাদেশে কর্মকান্ড পরিচালনা করে এ তালিকায় স্থান করে নিয়েছে বিকাশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ