Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ^রগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

| প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ^রগঞ্জে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তরুণীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করে। এদিকে ধর্ষিতা তরুণী আত্মহত্যার চেষ্টা করায় গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর (মাইজপাড়া) গ্রামের আবদুল জব্বারের ছেলে রতন মিয়ার (২৩) সাথে একই ইউনিয়নের ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত রোববার সকালে তরুণীকে বিয়ের কথা বলে নিয়ে যায় রতন। এর পর ধর্ষণ শেষে সোমবার বিকেলে ব্রহ্মপুত্র নদের কাছে ত্রিশালের কালিরবাজারে মেয়েটিকে ফেলে রেখে যায়। পরে স্থানীয় সবুজ মিয়া ও মালেক নামের দুই ব্যক্তি ওই তরুণীকে তার বাড়ি পৌছে দেয়। ওই অবস্থায় প্রতারিত তরুণী গতকাল মঙ্গলবার সকালে নিজ ঘরে বিদ্যুতের তাড়ে জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে ঈশ^রগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নির্যাতিতার মা জানিয়েছেন, তার মেয়েকে বিয়ের আশ^াসে বাড়িথেকে নিয়ে ধর্ষণের পর বাজারে ফেলে রেখে যায় রতন। ওই অবস্থায় তার মেয়ে বিদ্যুতের তার লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে নির্যাতিতা তরুণীর মা বাদি হয়ে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ এনে রতন মিয়াকে আসামি করে মামলা ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করেছেন। তবে পুলিশ রতনকে এখনো গ্রেফতার করতে পারেনি। ঈশ^রগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মাওলা বলেন, মেয়েকে ধর্ষণের অভিযোগে মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ