Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর কেন্দ্রীয় কারাগারে বাঘারপাড়ার বিএনপি নেতার মৃত্যু

| প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সংবাদ সম্মেলনে চিকিৎসায় অবহেলার অভিযোগ
যশোর ব্যুরো : যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি বাঘারপাড়া পৌর বিএনপির নেতা বদিউর রহমান বদির (৫০) মৃত্যু হয়েছে। তিনি বাঘারপাড়া পৌর এলাকার আব্দুল গনি শিকদারের ছেলে ও বাঘারপাড়া পৌর বিএনপির সাবেক সহ সভাপতি। বিএনপির অভিযোগ, কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিএনপি গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনও করেছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত ২৫ আগস্ট বিএনপি নেতাকে একটি মামলা আটক করা হয়। যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন জানান, সোমবার রাতে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে তাকে দ্রæত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, বদিউর রহমান বদির মৃত্যুর ঘটনায় মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপিসাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বদিউর রহমান বদি বিএনপির নিবেদিতপ্রাণ সংগঠক। সোমবার কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু যথাসময়ে তার কোনো চিকিৎসার ব্যবস্থা কারা কর্তৃপক্ষ করেনি। ফলে মৃত্যুর পর মধ্যরাতে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে চিকিৎসা দেয়ার সুযোগ পাননি। কারণ আগেই তার মৃত্যু হয়েছে। সৈয়দ সাবেরুল হক সাবু দাবি করেন, এর আগেও বিএনপি একাধিক নেতাকর্মী কারাগারে অবহেলায় মারা গেছেন। তিনি এর তীব্র নিন্দা জানিয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
যশোরে স্পিনিং মিলে আগুনে পুড়েছে সুতা-তুলা
যশোরে ‘নর্থ-সাউথ স্পিনিং মিলস’ নামে একটি কারখানায় আগুনে পুড়ে গেছে সুতা এবং তুলা। সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা জামতলায় অবস্থিত কারখানাটিতে মঙ্গলবার আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। নর্থ সাউথ স্পিনিং মিলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান বলেন, মিলে রক্ষিত তুলো ও সুতো পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ