Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিলসহ তিনটি বিল সংসদে উত্থাপন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস আদেশ ১৯৭২ রহিত করে সংশোধনসহ তা পুনঃপ্রণয়নের লক্ষ্যে জাতীয় সংসদে ‘বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস বিল-২০১৭’ উত্থাপন করা হয়েছে। গতকাল সোমবার রাতে সংসদে বিলটি উত্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এরপর কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী আরো দু’টি বিল উত্থাপন করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস বিলটি উত্থাপনের বিরোধীতা করেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মো. ফখরুল ইমাম। তবে তার প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিলে বিদ্যমান কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস এমনভাবে বহাল রাখার প্রস্তাব করা হয়েছে, যেন তা বিলের বিধান অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে। বিলে ওই কলেজ পরিচালনা চার বছরের জন্য ২০ সদস্যের কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। বিলে কাউন্সিলের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, নির্বাচন, তাদের কার্যাবলী, দায়িত্ব, কাউন্সিলের সভা, কাউন্সিলের কাজ, কার্যাবলী, নির্বাহী কমিটি গঠন, সচিবসহ অন্যান্য কর্মচারী নিয়োগ, কলেজের তহবিল, হিসাব রক্ষণ ও নিরীক্ষা, বার্ষিক প্রতিবেদন ও বাজেট, জনসেবক নিয়োগ, বিধিমালা প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়েছে। এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নে বিধি প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে বিলে।
আরো দু’টি বিল উত্থাপন কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ‘বীজ বিল-২০১৭’ ও ‘ওয়ান স্টপ সাভিস বিল-২০১৭’ নামে দু’টি বিল সংসদ অধিবেশনে উত্থাপন করেন। বিল দু’টি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ