পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জনতা রাস্তা অবরোধ করে বাসে আগুন দেয়
মায়ের হাত ধরে স্কুল থেকে ঘরে ফেরার সময় বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুল ছাত্রী শিশু দিশার। মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের পঞ্চম শ্রেণির ছাত্রী দিশা রাস্তা পার হওয়ার সময় এ নির্মম ঘটনাটি ঘটে। এসময় শিশুটির মায়ের চিৎকার ও কান্না কাটিতে পথচারীরা এসে বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। এলাকার স্থানীয় লোকজন ও পথচারীরা এসময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে এবং তখন ওই রাস্তায় দীর্ঘ যানজটে শত শত যানবাহন আটকা পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং প্রায় দুই ঘন্টার পর এ রাস্তায় যানবাহন চলাচল শুরু করে।
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে রাজধানীর কাজীপাড়ায় লাইফ এইড হাসপাতালের সামনে। রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা দ্রুতগামী বাসটির ধাক্কায় ঘটনাস্থলেই সে নিহত হয়।
ট্রাফিক বিভাগ মিরপুর পল্লবী জোনের সিনিয়র সহকারী কমিশনার সাকিকা পাশা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, চোখের সামনে দুর্ঘটনায় মেয়েকে হারিয়ে ফেলে মায়ের আহাজারিতে এসময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শিশুটির মায়ের কান্না দেখে অনেকেই তখন চোখ মুছছিলেন। এক পর্যায় স্থানীয় জনতা ‘তেঁতুলিয়া পরিবহন’ নামের ঘাতক বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়।
ট্রাফিক বিভাগ মিরপুর পল্লবী জোনের সিনিয়র সহকারী কমিশনার সাকিকা পাশা বলেন, রাস্তা পার হওয়ার সময় ‘তেঁতুলিয়া পরিবহন’ এর একটি বাসের ধাক্কায় দিশা নিহত হয়। বাসটি মিরপুর ১০ থেকে আগারগাঁওয়ের দিকে যাচ্ছিল। নিহত শিশুটির নাম তাসলিম আলম দিশা। সে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের পঞ্চম শ্রেণিতে পড়তো। চোখের সামনে সন্তানকে হারিয়ে তার মায়ের আর্তনাদে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ দুর্ঘটনার পর বাসটিকে আটক করে উত্তেজিত জনতা। পরে তারা ক্ষুব্ধ হয়ে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আগুন নিভিয়ে বাসটি কাফরুল থানায় হস্তান্তর করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় রাস্তার দুপাশেই যানজট সৃষ্টি হয়। পরে গাড়িটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।