Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমার শান’র সঙ্গে গাইলেন সুরভী

অভি মঈনুদ্দীন: | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:০৭ এএম, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

এই সময়ে বাংলাদেশের ফোক গানে সুরভী’র বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে ফোক গান গেয়ে শ্রোতা-দর্শকের মন জয় করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে সুরভী ও এসআই টুটুলের গাওয়া মডার্ণ ফোক গান ‘তুমি ভিন্ন আমি ভিন্ন, দুই ভুবনের দুই জন শূন্য, পর জনমে হবে হবে দেখা, না যাইও না যাইওরে প্রাণ সখা’ শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সুরভীর স্বপ্ন ছিল, কুমার শানুর সঙ্গে গান করা। সেই স্বপ্ন পূরণ হয়েছে তার। কুমার শানুর সঙ্গে বিশালের লেখা এবং রবিন ইসলামের সুর সঙ্গীতে একটি গানে কন্ঠ দিয়েছেন। গানের কথা হচ্ছে ‘মন কাঁচের আয়নাতে তুই, খুব করে তোকে ছুঁই’। কুমার শানুর সঙ্গে রোমান্টিক-মেলোডি ঘরানার এই গানে কন্ঠ দিতে পেরে ভীষণ উচ্ছসিত সুরভী। সুরভী বলেন, ‘আমার বহুদিনের স্বপ্ন ছিলো শানু দা’র সঙ্গে গান করার। অবশেষে সেই ইচ্ছে পূরণ হলো। গানের কথা-সুর সঙ্গীত এবং আমাদের দু’জনের গায়কী সবমিলিয়ে একটি পরিপূর্ণ গান হয়েছে। গানটি নিয়ে আমি খুব আশাবাদী। ধন্যবাদ দিতে চাই সিডি চয়েজ পরিবারকে, যারা আমার পাশে থেকে সহযোগিতা করেছেন।’ সিডি চয়েজের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘আমরা নতুন পুরোনো শিল্পীদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার চেষ্টা করছি। সুরভীর গায়কী নিঃসন্দেহে চমৎকার। কুমার শানুর সঙ্গে এই গানটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলবে।’ গত ঈদুল ফিতরে সুরভী’র ‘রঙমহল’ অ্যালবামটি বাজারে আসে। এই অ্যালবামে সুরভী’র গানে মুগ্ধ হন শ্রোতারা। কুমার শানু’র সঙ্গে তার এই গানটি তার দ্বিতীয় একক অ্যালবামে স্থান পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ