Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা অনুপ্রবেশ শঙ্কায় বিএসএফের টহল জোরদার

| প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা: সাতক্ষীরার বিপরীতে ভারতের বিএসএফ সদস্যরা সীমান্তে সদস্য সংখ্যা বৃদ্ধিসহ টহল জোরদার করেছে। বাংলাদেশ থেকে রোহিঙ্গারা সেদেশে প্রবেশ করতে পারে এমন শংকা নিয়েই সীমান্তে তাদের বাড়তি সর্তকতা।
গতকাল মঙ্গলবার ভোর থেকেই বিএসএফ তাদের সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বলে সীমান্তের একাধিক সূত্র থেকে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা ৩৮ বিজিবি’র এক কর্মকর্তা জানান, সম্প্রতি মায়ানমার থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা জীবন বাঁচাতে এদেশে আসছে। এরই প্রেক্ষিতে ভারত সরকার মনে করছে রোহিঙ্গারা হয়তোবা সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে সেদেশে ঢুকতে পারে।
এজন্য তারা সীমান্তে বিএসএফ’র নজরদারি বৃদ্ধি করেছে। তিনি আরো জানান, সীমান্ত শান্ত রয়েছে। যেকোন ধরণের অনুপ্রবেশ বা চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ