Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই উচ্চ বিদ্যালয় সড়ক পানির নিচে : শিক্ষার্থীদের চরম ভোগান্তি

অস্বাভাবিক বেড়েছে হ্রদের পানি

| প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙামাটি) থেকে কবির হোসেন: লাগাতার বর্ষণ ও পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার দরুন হ্রদের নিচু এলাকায় বসবাসরত ভাঁসমান অনেক ঘর-বাড়ি পানির নিচে ডুবে গেছে। এর পাশাপাশি কাপ্তাই উচচ বিদ্যালয় হতে নতুনবাজার সড়কটি ডুবে যাওয়ার দরুন জনদুর্ভোগ বেড়েই চলছে। উক্ত সড়কটি দিয়ে কাপ্তাই উচচ বিদ্যালয়, তিতুমীর একাডেমী স্কুল, কলেজ, মাদ্রাসায় প্রতিদিন শিক্ষার্থীরা যাতায়াত করে। এবং বিভিন্ন ব্যবসায়ী কাজে প্রতিনিয়ত এ সড়কটি ব্যবহার করে থাকে। লেকের পানি বাড়লেই ঐ সড়কটি হাঁটু সমান পানিতে ডুবে যায়। যার ফলে স্কুল, কলেজ শিক্ষার্থীরা এ পানি দিয়ে ভিজে, ভিজে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ব্যবসায়ী কাজে যাতায়াত করতে হয় এবং কি কোন কোন সময় ছোট, ছোট শিশু শিক্ষার্থীরা পানিতে পড়ে স্কুল বই ভিজে নিজেও আহত হওয়ার খবর পাওয়া যায়।
অনেকই জানান, প্রশাসনের পক্ষ হতে পানি হ্রাস না পাওয়া পর্যন্ত স্কুলের শিক্ষার্থীদের জন্য অন্য কোন বিকল্প বাহন দিলে ভাল হত। স্কুল শিক্ষার্থী নিলা, বর্ষা, জান্নাতসহ আর অনেকে বলেন, আজ এক সপ্তাহর বেশি সময় ধরে পানিতে ভিঁজে স্কুলে যাতায়াত করছি। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, অন্য রাস্তা আছে কিন্তু তা দিয়ে বিদ্যালয় আসতে অনেক সময় লাগে। এ সড়কটি শাট-খাট তাই নিমেষেই আসা যায়। প্রতি বছর এ মৌসুমে সড়কটি এভাবে পানিতে ডুবে যায়। তবে সড়কটি একটু উচু করে নির্মাণ করা হলে রক্ষা পাওয়া যেত বলে উল্লেখ করেন। ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম বলেন, প্রতি বছর লেকের পানি বৃদ্ধি পাওয়ার দরুন এ সমম্যায় সকলকে পড়তে হয়। এতে করে জনদুর্ভোগ সকলকে ভুগতে হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ার দরুন উক্ত সড়কের দু’পাশে ভাঙন দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ হতে এ যাতায়াতের সড়কটি উচু করে নির্মান এবং সড়কটি সংস্কার করা হলে এ লাগব দুর হবে বলে উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ