Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব আসামিকে বাদ দিয়ে পুলিশের অভিযোগপত্র দাখিল

মাগুরায় চাঞ্চল্যকর অটোচালক আল আমীন হত্যা মামলা তদন্ত সিআইডিতে

| প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা: মাগুরা সদর উপজেলার কালুপাড়া গ্রামের আল আমীন হত্যা মামলার এফ আই আর এর সকল আসামীকে বাদ দিয়ে অভিযোগ পত্র দাখিল করায় বাদীর নারাজীর প্রেক্ষিতে নতুন করে মামলার তদন্ত সিআইডিকে দেয়া হয়েছে। এদিকে নিহতের পিতা মামলার বাদী নুর ইসলাম সঠিক তদন্তের জন্য ধর্ণা দিয়ে ফিরছে দ্বারে দ্বারে। নিহতের পিতা মামলার বাদি মাগুরা সদর উপজেলার কালুপাড়া গ্রামের নুর ইসলাম জানান, তার ছেলে আল আমীন (১৬) সংসারের সাচ্ছন্দ আনার জন্য অল্প বয়সেই অটো রিকশা চালানোর কাজ করত। জমি জমা সংক্রান্ত বিরোধে হামলা নির্যাতনের কারণে নিজ গ্রাম কালুপাড়া ছেড়ে মাগুরা শহরের পাশে বরুনাতৈল এসে বাসা ভাড়া নিয়ে বসবাস করতে বাধ্য হয়। মামলার আরজিতে সে উল্লেখ করে পূর্ব শত্রæতার জের ধরে গত ১৭-০৫-১৬ ইং তারিখে গ্রাম্য প্রতিপক্ষ জিয়ারুল ওরফে আকরাম, হাফিজার পিং মৃত তফছির উদ্দিন, সাহাদৎ পিং-মৃত ইব্রহিম মোল্লা, মনিরুদ্দিন পিং- মৃত ইব্রাহিম, সর্ব সাং কালুপাড়া ও সলেমান ওরফে ভেজাল পিং মৃত সুলতান সাং ঘোড়ানাছ সর্ব থানা মাগুরা সদর, আল আমীনকে হত্যার পরিকল্পনায় সদর উপজেলার আলেকদিয়া যাবার কথা বলে তারা অটো ভাড়া করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আলোকদিয়া সেতুর পাশের পাট ক্ষেতে নিয়ে গলায় কাচা পাটের আশ দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরদিন তার লাশ এলাকাবাসীর তথ্যমতে উক্ত স্থান থেকে পুলিশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহত আল আমীনের পিতা নূর ইসলাম বাদি হয়ে মাগুরা সদর থানায় উক্ত ৬ জনকে আসামী করে মামলা করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা মাগুরা সদর থানার এস আই তারিকুল ইসলাম এফআই আর এর কোন আসামীকে গ্রেফতার করতে সক্ষম না হয়ে তদন্ত শেষে এফ আই আর এ দেয়া ৬ জন আসামীর সবাইকে আভিযোগ থেকে বাদ দিয়ে এফ আই আর এর বাইরের ২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারি এস আই তারিকুল ইসলাম জানান, ভিকটিমের অটো উদ্ধার এবং বরিশালের রুহল পিতা ছিদ্দিক শেখ কে গ্রেফতারের পর আসামীর স্বীকারোক্তিতে যে তথ্য প্রমান পাওয়া গেছে তার উপর নির্ভর করে অভিযোগ পত্র দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ