Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

লোহাগড়ার সাবেক ওসি এসআইসহ ১৩ পুলিশের বিরুদ্ধে মামলা

| প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা: নড়াইলের লোহাগড়া থানার সাবেক ওসি বিপ্লব কুমার সাহাসহ ১৩ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান। গতক সোমবার দুপুরে লোহাগড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদের আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় আসামি করা হয়েছে আ’লীগ নেতা শরিফুল ইসলাম এবং নড়াইল সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার মঞ্জুরুল মোর্শেদ মুন। মামলার অন্য আসামিরা হলেন-এসআই নয়ন পাটোয়ারী, এসআই শিমুল কুমার দাশ, এসআই নাছির উদ্দিন আকন্দ, এসআই মিহির কান্তি পাল ও এসআই শাহিনুর রহমান এবং এএসআই মাসুদুর রহমান, এএসআই তানভীর হোসেন, এএসআই আব্দুল হাকিমসহ চার পুলিশ সদস্য।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৩ আগস্ট রাত ৯টার দিকে লোহাগড়া পৌরসভা নির্বাচনের প্রাক্কালে স্বতন্ত্র মেয়র প্রার্থী আশরাফুল আলমের পক্ষে মতিয়ার রহমান কচুবাড়িয়া এলাকায় প্রচার চালানোর সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ শরিফুল ইসলামের ক্যাডার জাহাঙ্গীরের কাছ থেকে জনগণ ২টি পিস্তল এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই দিন রাত সাড়ে ১১টার দিকে লোহাগড়া পৌরসভার পার্শ্ববর্তী ইউনিয়ন কাশিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমানকে লোহাগড়া থানা পুলিশ ডেকে নিয়ে থানার মধ্যে ওসিসহ পুলিশ সদস্যরা তাকে (মতিয়ার) বেদম মারধর করে। পরে আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ থাকলেও কর্মরত চিকিৎসক ডা. মঞ্জুরুল মোর্শেদ মুন রিপোর্টে কোনো আঘাতের চিহৃ উল্লেখ করেননি। মতিয়ার রহমান বলেন, ‘লোহাগড়া থানা মামলা গ্রহণ না করায় এ মামলা দায়ের করতে বিলম্ব হলো। এছাড়া তৎকালীন ওসিসহ পুলিশ সদস্যরা লোহাগড়া থানায় কর্মরত থাকায় ভয়ে মামলা করার সাহস পাননি বলে মামলায় উল্লেখ করেন তিনি’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ