রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে জামায়াত শিবিরের ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে হরিণাকুন্ডু-ঝিনাইদহ সড়কের সার্কিট হাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে হরিণাকুন্ডু থেকে একটি রিজার্ভ বাস যোগে জামায়াত শিবিরের নেতাকর্মীরা একটি হত্যা মামলার হাজিরা দিতে খুলনায় যাচ্ছিল। বাসটি ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে উল্টে যায়। এতে বাসে থাকা ৪২ জন যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন আহত হয়। আহতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার জহির উদ্দিন, খলিলুর রহমান, সাবদার আলী, বদর উদ্দিন, রব্বান সর্দার, মতিয়ার রহমান, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, মহিউদ্দিনসহ ২০ জন। এদের মধ্যে হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস সেখানে পৌছে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায় হরিণাকুন্ডু উপজেলা শহরে ২০১৩ সালের ৩ মার্চ পুলিশ সদস্য গাজী ওমর ফারুককে হত্যা করা হয়। সেই মামলায় হরিণাকুন্ডু এলাকার ৩৫৪ জন আসামী রয়েছে। গতকাল মঙ্গলবার খুলনা দ্রুত ট্রাইব্যুনাল আদালতে তারা হাজিরা দিতে যাচ্ছিলেন। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ দুর্ঘটনার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।