Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দফায় দফায় ভূমি মাইন বিস্ফোরণ, হতাহত ১২

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৭, ৪:৪৮ পিএম

বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দফায় দফায় আবার ল্যান্ড মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ১০ ও ১১ সেপ্টেম্বর বাংলাদেশ মিয়ানমার সীমান্তের গভীর অরণ্য এলাকা ওয়ালীদং ও আছাড়তলী পয়েন্টে পর পর তিন দফা ভূমি মাইন বিস্ফোরিত হয়েছে। এতে গুরা মিয়া, পিতা আব্দুল মাজেদ, চাকবৈঠা , উখিয়া ও মোক্তার আহমদ,৪০, নিহত হয়। আহত হয়েছে কম পক্ষে আরো ১০ জন। প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছে নিহত দুজনের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে তারা নিহত হয়। আহত ১০ জনের সবাই মারাত্মকভাবে আহত। এরা সবাই রোহিঙ্গা। তবে তারা আগে থেকেই বাংলাদেশে পালিয়ে আসে।

এদিকে মিয়ানমার সীমান্তের বিভিন্ন পয়েন্টে এভাবে প্রতিদিন ভূমি মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্ত এলাকার জনগোষ্ঠীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ