বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকার শেখ হাসিনার নোবেল পাওয়ার বিষয় বলে মনে করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
তিনি বলেছেন, যেখানে ইউরোপও প্রত্যেকটা বর্ডার সিল করে দিয়েছ। সে জায়গা বাংলাদেশে রোহিঙ্গা ইস্যুতে যে শরণার্থীরা আসছেন, এটার জন্য তো রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নোবেল পাওয়ার বিষয়।
তিনি মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্টে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যুটি জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। জাতিসংঘে এটি নিয়ে কথা হবে। ইন্দিরা গান্ধি যেমন বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় দিয়েছিলেন। সেটি যেমন ইতিহাস হয়ে আছে, সেটি যেমন মানবতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে যে মানবতাবাদী পদক্ষেপ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নিয়েছেন, আমরা আশাবাদী এর সমাধান অবশ্যই হবে।
আগামী ১৪ সেপ্টেম্বর রাজশাহী জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা উপলক্ষে প্রস্তুতি সভায় যোগদানে যাওয়ার পথে টাঙ্গাইলে যাত্রা বিরতিতে পথসভায় সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সহ-সভাপতি খান আহমেদ শুভসহ জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।